এ সময় শীঘ্রই ফুরিয়ে যাবে



  ধরুন আপনার পরিবারের সকলে তীব্র পিপাসার্ত। এবং তারা এখন মৃত্যুর সন্নিকটে। আপনি দৌড়ে দৌড়ে তাদের জন্য মগে করে পানি নিয়ে যাচ্ছেন। আপনার মধ্যে কি কোন তাড়াহুড়ো কাজ করবে? এক মুহুর্ত সময় কি আপনার নিকট অতি মূল্যবান মনে হবে?

মনে করুন, মগের নিচে একটা ফুটো হয়ে গিয়েছে। আপনি হাত দিয়ে পানি পড়ে যাওয়া আটকাতে চাচ্ছেন কিন্তু পানি আঙ্গুলের ফাঁকে গড়িয়ে গড়িয়ে পড়ছে। কেমন হবে আপনার অনুভূতি?
আমাদের জীবনটাও এমন। পানি চুইয়ে চুইয়ে পড়ার মত সময় আমাদের হায়াত থেকে চলে যাচ্ছে। যা চলে যাচ্ছে তা কখনোই আর ফিরে আসবেনা। এ সময়ের কি সঠিক ব্যবহার আমরা করতে পারছি? সেদিন জাহান্নামের অধিবাসীরা চিৎকার করবে এবং অনুরোধ করবে তাদের দ্বিতীয়বারের মত সুযোগ দেওয়ার জন্য। তখন আল্লাহ বলবেন, আমি কি তোমাদের যথেষ্ট সময় দেইনি? যাতে তোমরা সঠিক পথপ্রাপ্ত হতে পার? আমার সতর্কবার্তা বাহক কি তোমাদের সতর্ক করেনি?
সেদিন এক মুহুর্ত সময় অপচয়ের জন্য আমাদের আফসোস হবে। আফসোস হবে কেন ঐ মুহূর্তটা কল্যাণমূলক কাজের জন্য ব্যয় করিনি!
মানুষ বলে সময় স্বর্ণের মত দামি। কিন্তু না! সময় স্বর্ণের চেয়েও দামি। স্বর্ণ গেলে স্বর্ন ফিরে আসবে। কিন্তু সময় একবার চলে গেলে আর ফিরে আসবেনা।

❑ কুরআনে বিভিন্ন আয়াতে সময়ের কথা এসেছে যেখানে আল্লাহ তায়ালা বলেন,
وَسَخَّرَ لَكُمُ الشَّمْسَ وَالْقَمَرَ دَائِبَيْنِ ۖ وَسَخَّرَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ
তিনি সূর্য ও চন্দ্রকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন, তারা অনুগত হয়ে নিজ পথে চলছে। আর তিনি দিন ও রাতকে তোমাদের কাজে লাগিয়ে রেখেছেন। (সূরা ইব্রাহিম ৩৩)

❑ সময়ের তাৎপর্যতা বুঝাতে আল্লাহ কোরআনের একাধিক আয়াতে সময়ের কসম উল্লেখ করেছেন - দিনের কসম, রাতের কসম, ভোরের কসম, সময়ের কসম । যেমন :
وَاللَّيْلِ إِذَا يَغْشَىٰ. وَالنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
রাতের শপথ যখন তা ঢেকে যায় এবং দিনের শপথ যখন তা প্রকাশ পায়। (সূরা আল-লায়ল ১-২)
وَاللَّيْلِ إِذْ أَدْبَرَ. وَالصُّبْحِ إِذَا أَسْفَرَ
এবং রাতের শপথ যখন তা চলে যায় এবং সকালের যখন তা উজ্জ্বল হয়। (সূরা আল-মুদ্দাসসির ৩৩-৩৪)
وَالضُّحَىٰ. وَاللَّيْلِ إِذَا سَجَىٰ
শপথ সকালের উজ্জ্বল আলোর এবং শপথ রাতের যখন তা অন্ধকারে ঢেকে যায় (সূরা আদ-দুহা ১-২)
وَالْعَصْرِ। إِنَّ الْإِنسَانَ لَفِي خُسْرٍ
সময়ের শপথ। মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে ডুবে আছে। (সূরা আল-আসর ১-২)
অপর আয়াতে আল্লাহ তাদের তিরস্কার করেছেন যারা দুনিয়ার জীবনে সময়কে যথাযথভাবে কাজে লাগায়নি।
وَهُمْ يَصْطَرِخُوْنَ فِيْهَا ۚ رَبَّنَاۤ اَخْرِجْنَا نَـعْمَلْ صَا لِحًـا غَيْرَ الَّذِيْ كُـنَّا نَـعْمَلُ ۗ اَوَلَمْ نُعَمِّرْكُمْ مَّا يَتَذَكَّرُ فِيْهِ مَنْ تَذَكَّرَ وَجَآءَكُمُ النَّذِيْرُ ۗ فَذُوْقُوْا فَمَا لِلظّٰلِمِيْنَ مِنْ نَّصِيْرٍ
"সেখানে তারা চিৎকার করে বলবে- হে আমাদের পালনকর্তা! বের করুন আমাদেরকে, আমরা সৎকাজ করব, আমরা যে কাজ করতাম তা করব না। আমি কি তোমাদেরকে এতটা বয়স দেইনি যে, তখন কেউ নসীহত গ্রহণ করতে চাইলে নসীহত গ্রহণ করতে পারতে? আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল। কাজেই শাস্তি ভোগ কর, যালিমদের কোন সাহায্যকারী নেই।" (সূরা ফাতির ৩৭)

যখন আমরা মৃত্যু নিয়ে ভাববো এবং আমাদের কাছে থাকা সীমিত সময় সম্পর্কে সচেতন হব তখন আমরা ইহকাল ও পরকালে সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত হব।

( শাইখ আলি হাম্মুদার লেকচার হতে আংশিক অনুবাদিত)

Comments

Popular posts from this blog

Difficult time | কঠিন সময়

১৬ ডিসেম্বর ২০২২, ৫১ তম বিজয় দিবস

২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস