হাদীসের আলোকে শবে বরাত [ফযীলত, করণীয় ও বর্জনীয়]
প্রশ্নঃ আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হাদীসের আলোকে শবে বরাত ফযীলত, করণীয় ও বর্জনীয় উত্তরঃ و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم হাদীসের আলোকে শবে বরাত [ফযীলত, করণীয় ও বর্জনীয়] -‘শবে বরাত' নামটির শাব্দিক বিশ্লেষণ’- শবে বরাত নামটি একটি ফার্সি ও একটি আরবি শব্দের সমন্বয়ে গঠিত। 'শব' শব্দটি ফার্সি, অর্থ রাত আর 'বরাআত' শব্দটি আরবি, অর্থ মুক্তি। দুটি মিলে অর্থ হয় "মুক্তির রাত"। যেহেতু এ রাতে অগণিত মানুষের গুনাহ ক্ষমা করে দেয়া হয় এবং বহু জাহান্নামিকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়, তাই এ রাতটি শবে বরাত' বা মুক্তির রাত নামে পরিচিত। হাদীস শরীফে এ রাতটি 'লাইলাতুন নিসফ মিন শাবান' (অর্ধ শাবানের রাত তথা ১৪ শাবান দিবাগত রাত) বলে উল্লেখ করা হয়েছে। -‘শবে বরাতের ফযীলত সম্পর্কে নির্ভরযোগ্য কয়েকটি হাদীস’- ১ম হাদীস عن معاذِ بنِ جبلٍ ٬ عنِ النَّبيِّ صلّى اللَّهُ عليهِ وسلَّمَ ٬ قالَ : يطَّلِعُ اللهُ إلى خَلقِه في ليلةِ النِّصفِ مِن شعبانَ فيغفِرُ لجميعِ خَلْقِه إلّا لِمُشركٍ أو مُشاحِنٍ অর্থ : হযরত মু'আজ...